রাজ্যের খবর
রিলসের নেশাই হল কাল! বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল বন্ধু
Reels addiction is tomorrow! Friend dies after being shot by friend

Bangla Jago Desk: মালদহে ঘটে ভয়াবহ ঘটনা! বন্ধুর হাতে খুন হল বন্ধু। কালিয়াচকে বাড়ির ছাদ থেকে উদ্ধার অষ্টম শ্রেণীর ছাত্রের দেহ। সূত্রের খবর, সেভেন এমএম পিস্তল নিয়ে খেলা করছিল তারা দুজন। রিলস বানাতে গিয়েই এমন ভয়ানক ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ। মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনাই অভিযুক্ত সাফি আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিতে মারা গিয়েছে অষ্টম শ্রেনীর পড়ুয়া সামিউল ইসলাম। স্থানীয় সূত্রে খবর, ধৃত ও মৃত একে অপরের বন্ধু। তদন্তকারী পুলিশ কর্তা জানান সেভেন এম এম পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল ও তার বন্ধু সাফি টিকটক করছিল। তারপরই এই দুর্ঘটনা ঘটেছে।