
The Truth of Bengal: কনর রকম অনৈতিক কাজ চলবে না। মানুষকে সঠিক পরিষেবা দিতে হবে। তবে ভূমি রাজস্ব দফতরে দালাল চক্রের কথা কারও অজানা নয়। অনেকেই ভুক্তভোগী। একাধিকবার এই দালাল চক্রকে সমূলে উৎখাত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও অনেক জায়গায় সক্রিয় আছে দালাল চক্র। এবার অবৈধভাবে জমির রেকর্ড কেটে অন্যের নামে হস্তান্তর করার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলে বিহিত চেয়ে ধূপগুড়ি সমষ্টি ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের সামনে ধর্নায় বসল একটি পরিবার।
জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকার গোপালচন্দ্র রায়, সুরেন্দ্রনাথ রায় সহ পরিবারের পাঁচজন অংশীদারের রেকর্ড ২০ ডি জমি সকলের অজান্তে অবৈধভাবে পূর্ব মল্লিকপাড়া এলাকার বাসিন্দাদের নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, দালাল চক্রের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে জমির রেকর্ড অন্যের নামে করিয়ে দেওয়া হয়েছে। এবিষয়ে বেশ কয়েকবার ব্লক ভূমি রাজস্ব আধিকারিকের দারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি। তাই অবৈধভাবে কেটে নেওয়া জমি ফেরতের দাবিতে অংশীদাররা পরিবারের সকল সদস্য।
অভিযোগকারীদের দাবি, অবিলম্বে তাঁদের জমি ফেরত দিতে হবে। যতক্ষণ না তাদের সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ তাদের এই ধরনা চলবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। পড়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এবিষয়ে ধূপগুড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক জয়দীপ ঘোষ রায় সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি মৌখিক ভাবে জানিয়েছেন, দুই পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর তাদের বৈধ কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। এই আশ্বাস পেয়ে এবার সমাধানের আশায় অভিযোগকারীরা।
Free Access