রাজ্যের খবর

আগামী বছর থেকে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হবে রথযাত্রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rath Yatra will be celebrated at Jagannath temple in Digha from next year

The Truth of Bengal: আগামীবছর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে।কারণ পরের বছর রথযাত্রার দিন এখানে রথের রশিতে টান পড়বে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো তীর্থস্থানকে অন্যরূপ দেওয়ার কাজ চলছে জোরকদমে। পুরনো জগন্নাথ মন্দিরকেই  জগন্নাথ দেবের মাসির বাড়ি রূপে গড়ে তোলা হচ্ছে। ২০০কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের জন্য সেজে উঠছে সৈকত নগরী।

বাঙালি তীর্থযাত্রীদের কাছে পুরী বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুণ্যার্থীরা মূলতঃ যান জগন্নাথের আর্শীবাদ লাভের জন্য। কিন্তু বাংলার অনেক মানুষ আছেন যাঁরা পুরীতে যেতে পারেন না। তাঁরা দিঘা বেড়াতে যান। সেইসব মানুষদের জগন্নাথ দর্শনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার।এবার দিঘায় তৈরি করা হচ্ছে ২০০কোটি টাকা ব্যয়ে জগন্নাথ মন্দির। যার অঙ্গ হিসেবে পুরনো জগন্নাথ মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি রূপে গড়ে তোলা হচ্ছে। কিছু কিছু মহলে প্রচার করা হয়,রথের দিন এই মন্দির উদ্বোধন হবে। কিন্তু, দৃষ্টিনন্দন এই মহামন্দিরের কারিগরি সহ কিছু  কাজ এখনও অসম্পূর্ণ থাকায় আগামী বছর এই কাজ সম্পূর্ণ করার কথা ভেবেছে প্রশাসন।নতুন মন্দিরকে ঘিরে আগামীবছর উত্সব উদযাপন করা হবে। ভারতের নতুন সম্প্রীতি সাধনের প্রকল্প হিসেবে ২০২৫এ এই নবনির্মিত মন্দির সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন,

আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে

পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে

পশ্চিমবঙ্গে দীঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি

গর্ব –উদ্দীপক মন্দির তৈরি করছি

যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে,

আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে

মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দিঘায়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম।জগন্নাথের মাসির বাড়ি তৈরি হওয়ায় খুশি সেবাইত। সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা কার্যকর করতে চায়  প্রশাসন। দিঘা সৈকত সুন্দরীর  শোভা ও গুরুত্ব বাড়াবে   জগন্নাথ ধাম । দিঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ।  সম্প্রতি মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইসJagannathচেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। আগামীবছর এই জগন্নাথ মন্দিরকে ঐতিহাসিক চেহারা দেওয়ার কাজে তত্পরতা এসেছে।

Related Articles