রাজ্যের খবর
Trending

বিস্কুট দিয়েই তৈরি আস্ত রাম মন্দির, এক সপ্তাহের শ্রম আর সাধনায় তাক লাগানো নির্মাণ শিল্পীর…

Ram Mandir made of biscuits, a week of labor and Sadhana is built by Durgapur artist.

The Truth Of Bengal: বিস্কুট দিয়েই আস্ত রাম মন্দির তৈরি করে ফেলেছেন দুর্গাপুরের ছোটন ঘোষ। এক সপ্তাহের শ্রম আর সাধনায় তাক লাগানো রামের  মন্দির নির্মাণ করেছেন এই শিল্পী। ২০কেজি বিস্কুটের তৈরি এই রেপ্লিকা রাম ভক্তদের হৃদয়পুরে ঠাঁই করে নেবে বলে আশা শিল্পীর।

তাঁর ভাবনায় বরাবরই থাকে,এমন কিছু করতে হবে যাতে মানুষের মন কাড়ে।আর সেই ভাবনা থেকেই নিত্য-নতুন উপহার দেন দুর্গাপুরের ছোটন ঘোষ। পেশায় ফুল ব্যবসায়ী হলেও নেশা  নতুন কিছু করার। আনন্দে মশগুল হয়ে  নানা কিছু তৈরি করে তাক লাগান।এরমধ্যে চন্দ্রযান,সৌরযানের রেপ্লিকা তৈরি করে সাড়া ফেলেছেন শিল্পনগরীর দুবচুড়িয়ার বাসিন্দা। টানাটানির সংসারের মাঝেও পকেট বাঁচিয়ে সৃষ্টির ভুবন তৈরি করছেন।এবার ২০কেজি বিস্কুট দিয়ে তৈরি করে ফেলেছেন আস্ত এক রাম মন্দির।মিশন সফল করতে নিয়েছেন মাত্র ১ সপ্তাহ।

৪ফুটের এই রামমন্দিরের রেপ্লিকা বেশ নজর কাড়ছে ।দেখতে সুন্দর এই  ছোট রামমন্দির তৈরি করতে বিস্কুটের সঙ্গেই কাজে লাগিয়েছেন থার্মোকল,প্লাইউড। ভক্তিমার্গের পথে এই রামের মডেল অযোধ্যার সঙ্গে বাংলার যোগসূত্র গড়ে তুলবে বলে আশা। ২২জানুয়ারি  অযোধ্যার রামমন্দির উদ্বোধন। এই নিয়ে দেশে উন্মাদনা তৈরি হয়েছে।কেউ সাইকেলে রামের জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।কেউ হালুয়া তৈরি করে ভগবানের কাছে অর্ঘ্য পাঠিয়েছেন।আর প্রভূ রামচন্দ্রের আর্শীবাদলাভের আশা ছোটন ঘোষ তৈরি  করেছেন অযোধ্যার আদলে বিস্কুটের রামমন্দির। ছোটনের তৈরি করা রামমন্দিরে ইস্কন কর্তৃপক্ষের নজরে এসেছে। তাঁরা এই শিল্পকীর্তি নিজেদের কাছে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলের এই কীর্তিতে খুশি ছোটনের মা। ছোটনের মা চান  ভগবান রামের আর্শীবাদে এবার বিশ্বজয় করুক তাঁদের প্রিয় সন্তান।

Free Access

Related Articles