প্রতিবাদে দমেনি পুজোর আমেজ! সিউড়ির কোর্ট বাজারে জমিয়ে চলছে বিক্রি-বাট্টা
Protest did not suppress the mood of Puja! The court market of Siuri is full of sales

Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : প্রতিবছর লাভের আশায় কাপড়ের পসরা সাজিয়ে বিক্রি করতে বসে থাকে সিউড়ির কোর্ট বাজার কাপড় পট্টি এলাকার ব্যাবসায়ীরা। হাতেগোনা আর কয়েকটা দিন পর দুর্গা উৎসব। আর এই কোর্ট বাজারে পুজোর পোশাক কেনাকাটা করতে অনেক ভিড় দেখা যায়। এমনিও সারা বছর ধরে এই বাজারে কম দামি ভালো জিনিস কেনার জন্য ভিড় জমায় সাধারণ মানুষ।
কিন্তু পুজোর সময় একটা অন্যরকম চিত্র দেখা যায় এই কোট বাজারে। কাপড় থেকে শুরু করে জুতো ব্যবসায়ীরা পোশাকের পশরা সাজিয়ে বসতে একেবারে তৈরি। পুজোর আগে দিন যত এগোচ্ছে কেনাকাটার ভিড় ততই বাড়ছে। দুর্যোগের চার দিন ব্যবসা সেভাবে না হলেও আবহাওয়ার উন্নতর পর থেকেই আস্তে আস্তে ভিড় বাড়ছে সিউড়ির এই কোট বাজারের কাপড় বাজারে।
উৎসবের আনন্দে মেতে উঠতে মানুষ কেনাকাটা করছে। পঞ্চমী থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী এই তিন দিন জমে ওঠে এই বাজার। এই কোট বাজারে এতটাই ভিড় থাকে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত প্রায় সবরকম দামের জামা কাপড় সাজিয়ে বিক্রি হয় এই বাজারে। গত বছর ব্যবসায়ীরা কাপড় বিক্রি করে লাভের আশা দেখেছিল। এবারও কাপড় ব্যবসায়ীরা লাভের আশায় রয়েছেন।