বাংলা কে বঞ্চনার প্রতিবাদ, আন্দোলনে রাজ্যে তপশিলিরা
Protest against Bengal's deprivation

The Truth of Bengal: তপশিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্র বিলিতে রেকর্ড গড়েছে বাংলার সরকার। ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যের মোট ১ কোটি ৫০ লক্ষ নাগরিককে ‘ডিজিটাইজ্ড’ শংসাপত্র দেওয়া হয়েছে ।এরপরও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে অনগ্রসর শ্রেণির সদস্যদের শংসাপত্র বন্টনের কাজ তরান্বিত হয়েছে। প্রায় ২০লক্ষ মানুষ এই শংসাপত্র পেয়েছেন। লক্ষ্ণীর ভান্ডার থেকে নানা প্রকল্পের সুবিধাও পাচ্ছে তপশিলিরা।
কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রাখায় এইসব পিছিয়ে থাকা মানুষের প্রকৃত উন্নয়নে বাধা তৈরি হয়েছে। সামাজিক ন্যায় মন্ত্রক প্রাপ্য দিচ্ছে না বলে অভিযোগ। তাই দাবি আদায়ে দিল্লির বিরুদ্ধে আন্দোলনের সুর চড়াচ্ছে তপশিলি ফেডারেশন অব ইন্ডিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথেই আন্দোলনকারীরা বাংলার দাবি আদায়ে মরিয়া।”সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রামদাস আঠোয়ল সহ একাধিক মন্ত্রীর কাছে তারা চিঠি দিয়েছেন।
কিন্তু কিছুই হয়নি। তপশিলি জাতি ও উপজাতি সহ মতুয়ারা এবার সোচ্চার হতে তৈরি হচ্ছে। সুন্দরবনের হাড়োয়ায় আয়োজিত আলোচনা চক্রে তাঁরা মতুয়াদের নিশর্ত দলিলের পক্ষেও সওয়াল করেন। সারা দেশের মতোই বাংলার তপশিলি জাতি উপজাতি থেকে সামাজিকভাবে অনগ্রসর শ্রেণি যাতে এগিয়ে যায় সেজন্য কেন্দ্রীয় স্তরে আন্দোলনের প্রস্তুতি এখন চলছে বলেও জানিয়েছেন সংগঠকরা।