প্রস্তুতি তুঙ্গে গঙ্গাসাগর মেলার, ভিড় জমিয়েছেন দূর দুরান্তের মানুষ
Preparations are in full swing for the Gangesagar Fair, people from far and wide have gathered

Truth Of Bengal: কথায় বলে “সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার”। আর সেই গঙ্গাসাগর মেলা, ২০২৫ এর প্রস্তুতি চলছে জোর কদমে, ইতিমধ্যেই গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে বহু পূর্ণার্থী।
গঙ্গাসাগর, ২০২৫ এর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। পুণ্য তীর্থ গঙ্গাসাগর, আর সেই তীর্থে মোক্ষলাভের আশায় গঙ্গাসাগর মেলায় এ রাজ্য তথা ভিন রাজ্যের লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড়। পুণ্য ডুবেই মোক্ষলাভ। ইতিমধ্যেই জোরকদমে মেলার মাঠে বিদ্যুৎ জল সমস্ত কিছুর কাজ চলছে। এবার মেলার আয়োজন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
মেলার পরিধি আস্তে আস্তে কমেছে, মেরাম আটকে আস্তে আস্তে গ্রাস করেছে সমুদ্র। প্রশাসনের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও রক্ষা করা যাচ্ছে না মেলার মাঠকে।
ইতিমধ্যে অনেকেই ভিন রাজ্য থেকে গঙ্গাসাগরের পুণ্য লাভের আশায় স্নান করে বাড়ি ফিরে যাচ্ছেন, উদ্দেশ্য ভিড় এড়ানো। মূলত মেলার সময় লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড়ের মাঝে পুণ্য স্নান অথবা কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। যে কারণেই বহু পূর্ণার্থী মেলার আগেই ভিড় জমিয়েছে গঙ্গাসাগরে। তবে শেষ পর্যায়ে চলছে গঙ্গাসাগর মেলার কাজ। একদিকে তৈরি হচ্ছে অস্থায়ী ছইয়ের ছাউনি, অন্যদিকে তৈরি হচ্ছে একাধিক বায়ো টয়লেট।