রাজ্যের খবর

ঘাটালের আংশিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, রাস্তায় চলছে নৌকো

Power outage Ghatal! Boats are running on the road

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বৃষ্টি থেমেছে, কিন্তু এখনও বন্যা প্লাবিত অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল! কিছুটা স্বস্তি ফিরলেও পুরোপুরি দুর্ভোগ এখনও কাটছে না। রাস্তায়, বাড়ি ঘরে এখনও জল জমে রয়েছে। মানুষের জীবন জীবিকা কিংবা এ-প্রান্ত থেকে ও-প্রান্তে যাওয়ার জন্য একমাত্র ভরসা নৌকা।

এখনও বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বাড়ছে সাপের উপদ্রব। ঘাটালের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি তেমনভাবে হচ্ছে বলে মনে করছেন না ঘাটালবাসী। ঘাটালের জলমগ্ন প্রত্যন্ত গ্রামগুলিতে বহু মানুষ নদীর পাড়ে বা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খোলা আকাশের নীচে ত্রিপল খাটিয়ে রয়েছেন বহু মানুষ, এভাবেই নিজেদের দিন কাটাচ্ছেন তাঁরা। অবশ্য প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। তবে অনেকের অভিযোগ, বন্যাপীড়িত সকল মানুষ ত্রাণ শিবিরে পৌঁছতে পারছে না। কারণ, নৌকার অভাব।

ব্লকের আজবনগর, দেওয়ানচক, মনসুকা, মোহনপুর, বীরসিংহ, সুলতানপুর,ইড়পালা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ একতলা বাড়ি ডুবে রয়েছে। সেখানে মূলত পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। বিদ্যুৎ নেই, মোমবাতিরও অভাব রয়েছে। সমস্যা রয়েছে জ্বালানিরও। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বোটে করে গিয়ে গৃহবন্দী মানুষদের কাছে তাদের নিত্য প্রয়োজনীয় ঔষধ থেকে শুরু করে খাদ্য সামগ্রী যথাসম্ভব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles