জাতীয় সড়কে চলাচল করা লরি চালকদের জন্য নয়া উদ্যোগ পুলিশের
Police's new initiative for lorry drivers plying on national highways

The Truth Of Bengal : পথদুর্ঘটনার ফলে ঘটা মৃত্যুর নিরিখে বহু বছর ধরে ভারতীয় সড়কগুলি আন্তর্জাতিক তালিকার শীর্ষে রয়েছে। কয়েক লক্ষ দুর্ঘটনা ঘটে প্রতি বছর। আবার মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। তবে এই সব দুর্ঘটনার অধিকাংশ ঘটে চালকের ভুলে। তবে না চাইলেও সেই চালকরা দুর্ঘটনার শিকার হন দৃষ্টিশক্তির সমস্যার জন্য। অনেক সময়েই কম দৃষ্টিশক্তি নিয়েও চালকেরা গাড়ি চালান। তার জেরে দুর্ঘটনার আশঙ্কা থাকে। আবার এই শীতের সময় কুয়াশার কারণে কম দৃশ্যমানতাতেও দুর্বল দৃষ্টিশক্তির চালকরা বিপদে পড়েন। আর সব মিলিয়ে বিশ্বে দুর্ঘটনার শীর্ষে আছে ভারত। দুর্ঘটনায় এড়াতে গোটা দেশে পুলিশ নানা উদ্যোগ নেয়। গাড়ি চালকদের চোখের পরীক্ষা করা হয়। দেখা হয় দৃষ্টিশক্তির মাত্রা কেমন আছে। নেওয়া হয় প্রয়োজনীয় নানা ব্যবস্থা। এবার জলপাইগুড়ি জেলা পলিশের উদ্যোগে এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে লরি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। ৩১ নম্বর জাতীয় সড়কের হুসুলুডাঙা এলাকায় দূরপাল্লার লরি থামিয়ে চালকদেরকে চক্ষু পরীক্ষা করানো হয়। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের উপস্থিতিতে চক্ষু পরীক্ষা করানো হয়। যাদের চশমার প্রয়োজন ছিল, তাদেরকে চশমাও প্রদান করা হয়। মূলত দুর্ঘটনা কমাতেই পুলিশের এই উদ্যোগ। অনেক সময় দেখা যায়, দূরপাল্লার লরি চালকরা সময়ের অভাবে তাঁদের চোখ পরীক্ষা করান না। আর সেই কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে।
FREE ACCESS