পুলিশকে ধাক্কা! হেফাজত থেকে চম্পট দিল অভিযুক্ত
Police shocked! Accused escapes from custody

Truth Of Bengal: শনিবার অমিত রাজভর নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ওইদিনই তাকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সন্ধ্যায় আদালত থেকে ফিরে বজবজ তদন্ত কেন্দ্রে অভিযুক্তকে নামানোর সময় কনস্টেবলকে ধাক্কা মেরে পালিয়ে যায় অভিযুক্ত। পলাতক অভিযুক্ত খোঁজে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে।
প্রসঙ্গত, ১৪-ই নভেম্বর বজবজের পিকে স্কুলে টিফিনের সময় এক ছাত্রকে মারধোর করে ওই স্কুলেরই বেশকিছু ছাত্র। তারপর শুরু হয় বচসা, বচসাকে কেন্দ্র করে স্কুলের বাইরে হাতাহাতির ঘটনাও ঘটে। তারপর বজবজ হালদার পাড়ায় এক কোচিং সেন্টারে ওই আক্রান্ত ছাত্র পড়তে যায়। পড়ার ছুটি শেষে সেখানেও ১০-১২ জনকে সঙ্গে নিয়ে ওই ছাত্রকে মারধর করে মূল অভিযুক্ত অমিত রাজভর। এরপরই বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত ছাত্রের পরিবারের লোকজন। প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।