বেআইনি কাজে পুলিশের যুক্ত হওয়ার বিষয়টি বরদাস্ত নয়: নির্দেশ রাজিব কুমারের
Police involvement in illegal activities is unacceptable: Rajiv Kumar orders

Truth Of Bengal: জয় চক্রবর্তী: অবৈধ বালি ও পাথর খাদানের রিপোর্ট তলব। সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি রয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার। এদিন পুলিশের এর একাংশের কাজ নিয়ে উস্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সরকারকে ভালোবাসে না তারা সরকারের বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।
কাঠগড়ায় নিচুতলার বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী এবং পুলিশের একাংশ। এছাড়া সিআইএসএফের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার জরুরী বৈঠক করেন। সমস্ত জেলার পুলিশ সুপাররা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে অবৈধ খাদান এবং বেআইনি কার্যকলাপের রিপোর্ট তরফ করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
অবৈধ খাদান বা বেআইনি কার্যকলাপ এর সঙ্গে যুক্ত হিসাবে কোন পুলিশ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। প্রয়োজনে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হতে পারে সূত্রের খবর। পুলিশের একাংশ বিভিন্ন বেআইনি কাজের যুক্ত হয়ে পড়ছেন। বিষয়টি অভিযোগ আকালে এগিয়ে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিষয়টি বরখাস্ত করা হবে না। বৈঠকে কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজির। বৈঠকে পুলিশ সুপারলা ছাড়াও বিভিন্ন কমিশনারেটের কমিশনারাও ছিলেন।