পথকুকুরদের বাঁচাতে উদ্যোগ পুলিশের, দুর্ঘটনা রোধে গলায় পরানো হল রিফ্লেক্টিং কলার
Police initiative to save street dogs

The Truth of Bengal: পথকুকুরদের জীবন বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল হুগলির মগরার চন্দ্রহাটি ফাঁড়ির পুলিশ। সুন্দরবনে বাঘের গতিবিধি নজরে রাখতে বাঘের গলায় রেডিও কলার যেমন পরানো হয়, এবার কুকুরকে বাঁচাতে গলায় রিফ্লেক্টিং কলার পরানো হল। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবসে হঠাৎ দেখা যায় পুলিশ রাস্তার কুকুর ধরছে। পথচলতি মানুষ দাঁড়িয়ে দেখে সেই দৃশ্য। দেখা যায় কুকুর ধরে তাদের গলায় বেল্টের মতো কিছু একটা পরিয়ে দিচ্ছেন পুলিশকর্মীরা। চন্দ্রহাটি ফাঁড়ির অফিসার রোলান্ড লিপাট জানান, কুয়াশায় রাস্তা ভাল করে দেখা যায় না।
এসটিকেকে রোডে এত যান চলাচল যে রাস্তা পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাতে অনেক কুকুর মারা যাচ্ছে। আবার দুর্ঘটনায় বাইক আরোহীদের হাত-পা ভাঙছে। তাই রিফ্লেক্টিং কলার পরানো হচ্ছে কুকুরদের। দূর থেকে গাড়ির আলোয় রিফ্লেক্ট করবে। গাড়ি চালকরা বুঝতে পারবেন। নিয়ন্ত্রিত ভাবে গাড়ি বাইক চালাতে পারবেন। জীবন বাঁচবে উভয়েরই। কুন্তিঘাট থেকে বিটিপিএস টাউনশিপ পর্যন্ত যত কুকুর ছিল সবার গলার রিফ্লেক্টিং কলার পরানো হয়।
কুকুরকে বাঁচাতে পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। শীতের সময় রাস্তায় কুয়াশার জন্য বহু দুর্ঘটনা ঘটে। রাস্তার ওপর চলে আসা কুকুররা বেশি দুর্ঘটনার শিকার হয়। আর সেই দুর্ঘটনায় বাইক চালকরাও আহত হন। দৃশ্যমানতা কম থাকার সময় যাতে রাস্তার ওপর থাকা কুকুরদের সহজেই দেখা যায় তার জন্য এবার তাদের গলায় রিফ্লেক্টিং কলার পরানো হল। আর সেই কাজ করল পুলিশ। আইনরক্ষকদের এমন কাজের প্রশংসা করেছে এলাকার মানুষ।