রাজ্যের খবর
কাঁথিতে উদ্বোধন হল সার্বজনীন নীল সরস্বতী পুজো ও বিবেকানন্দ মেলা, উপস্থিত একাধিক ব্যক্তিবর্গ
Party in Kanthi is Universal Blue Sarti Puja and Vivekananda Mela, Attendance Information Individuals

The Truth Of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলী গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিনা নওজোয়ান সংঘের আয়োজনে সার্ববজনীন নীল সরস্বতী পূজা ও বিবেকানন্দ মেলা 2024
এর ফিতে কেটে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী অখিল গিরি ,উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উওম বারিক , কাঁথি 3 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ সহ ,কাঁথি 3 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই , বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল, ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দদুলাল মাইতি, উপপ্রধান স্বপন বাগ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এই মহতী অনুষ্ঠানে 1200 মানুষ কে বস্ত্র দান করা হয় । এই উৎসব 7 দিন ধরে চলবে বলে জানিয়েছেন নওজোয়ান সংঘের সম্পাদক বিকাশ চন্দ্র বেজ।
FREE ACCESS
.