রাজ্যের খবর
Trending

বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার কোচবিহারের দিনহাটায়

Panic around bomb recovery in Cooch Behar

The Truth Of Bengal : বোমা উদ্ধার কোচবিহারের দিনহাটায়। এক বজেপি নেতার বাড়িতে চাতালে বোমাটি পড়ে থাকতে দেখা যায়। ভোট শুরুর সকালে দেখা যায় ওই বিজেপি নেতার বাড়িরে চাতালে রাখা আছে একটি বোমা।

স্থানীয় মানুষজন বোমাটি দেখতে পেয়ে খবর দেয় পুলিশ। পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। আতঙ্ক ছড়াতেই বোমাটি রাখা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, অশান্তি ছড়াতে পরিকল্পিত ভাবে সেখানে বোমাটি রাখে। প্রথম দফার নির্বাচনে সকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহারের একাধিক এলাকা। বিজেপি ও তৃণমূলের মধ্যে অশান্তির কারণে উত্তেজনা ছড়ায়। তার মধ্যে এই বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 

Related Articles