রাজ্যের খবর

আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি

Overhead wires snapped in areas adjacent to Asansol station

The Truth Of Bengal : মঙ্গলবার সকালে আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে বিপত্তি ঘটেছে। এতে ডাউন হাওড়া বিকানর এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিক ও কর্মীরা পৌঁছেছেন। তারা ওভারহেডের তার মেরামতির কাজ শুরু করেছেন।

ট্রেনের যাত্রীরা জানান, আসানসোল স্টেশন থেকে ডাউন হাওড়া বিকানর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর হঠাৎ করেই একটি বিকট শব্দ হয়। তারপর তারা দেখতে পান ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে গেছে। ট্রেনের যাত্রীরা আটকা পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

তারা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানান। রেলের আধিকারিকরা জানান, ওভারহেডের তার ছিঁড়ে পড়ার কারণে এই ঘটনা ঘটেছে। তারা দ্রুত তার মেরামতির কাজ শেষ করার চেষ্টা করছেন।

FREE ACCESS

Related Articles