বাড়ল পাখির সংখ্যা, কুলিক পাখিরালয়ে শুরু পক্ষী গণনার কাজ
Number of birds increased, bird counting work started at Kulik Bird Park

Truth Of Bengal : উত্তর দিনাজপুর : রায়গঞ্জ : সত্যেন মহন্তঃ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পক্ষী গণনা শুরু কুলিক পাখিরালয়ে। উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস, রায়গঞ্জ পিপল ফর এনিমেলস, উত্তর দিনাজপুর ফোটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচকের ছাত্র-ছাত্রীরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা পক্ষী গণনা শুরু করলেন।
দুই দিনের কর্মসূচি রেখে পক্ষী নিবাস চত্বরে পখি গণনা শুরু হয়। পরবর্তীতে পক্ষী নিবাস এবং আশপাশ এলাকায় পাখি গণনা চলবে। উত্তর দিনাজপুরের বিভাগীয় বোনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার দেবাশীষ সেন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেই সঙ্গে পক্ষী গণনায় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে ছিল।
তবে রায়গঞ্জের গর্ব কুলিক পাখিরালয় নিয়ে পড়ুয়া থেকে স্বেচ্ছাসেবী সংস্থা কারোরই আগ্রহের অন্ত নেই। এশিয়ার বৃহত্তম শামুকখোল পাখির প্রজনন কেন্দ্রটি পরিযায়ী পাখিদের আঁতুড়ঘরে পরিণত। প্রতি বছর বাকি বৃদ্ধি পাক এমনটাই কামনা তামাম পশ্চিমবঙ্গের মানুষের।