থানার আইসির গলায় দলীয় প্রতীক চিহ্ন যুক্ত উত্তরীয়, শুরু রাজনৈতিক তরজা
Northerner with party symbol around police station IC's neck, political tussle begins

Truth Of Bengal: তৃণমূলের রাজনৈতিক মঞ্চে দলীয় প্রতীক চিহ্ন যুক্ত উত্তরীয় পড়ে বসে রয়েছেন থানার আইসি। শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের রাজনৈতিক মঞ্চে বসে উত্তরীয় পড়ছে থানার আইসি। উত্তরীয়তে রয়েছে তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন। ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি নদীয়ার চাপড়া থানা এলাকার। জানা যায় বেশ কয়েকদিন ধরে চাপরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যেমন রয়েছে রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান ঠিক তেমনি বস্ত্র দান কর্মসূচিও।
চাপড়া থানার অন্তর্গত বড় আন্দুলিয়া থেকে শুরু করে একাধিক জায়গায় তৃণমূলের এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিল চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখার্জি। এরপরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ওই অনুষ্ঠানের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে স্পষ্ট দেখা যায় আইসি অনিন্দ্য মুখার্জি বসে রয়েছেন এবং তার গলায় রয়েছে তৃণমূলের প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয়। এর পরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, ওই ছবি চাপরা তৃণমূল সংখ্যালঘু সেলের ইফতার মাহফিল অনুষ্ঠানের।
এ বিষয়ে তৃণমূল উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশীষ রায় বলেন, “এই ধরনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট গুণীজনদের সম্মান জানানো হয়। ঠিক তেমনি যদি সেখানে কোন পুলিশ আধিকারিককে সম্মান জানানো হয় তাতে বিতর্কের কোন বিষয় নেই। বিজেপি সব সময় নিন্দা করতেই ব্যস্ত, কোন উন্নয়নমূলক কাজ তাদের দ্বারাই হয় না।”
পাশাপাশি তিনি বলেন, সেখানে তৃণমূলের প্রতীক চিহ্ন ছিল কিনা তা স্পষ্ট জানা নেই তার, তাই সে বিষয়ে সুস্পষ্ট কোন প্রতিক্রিয়া দিতে পারব না।