রাজ্যের খবর

উত্তর দিনাজপুরের নজর এখন পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে, কী ঘটতে চলেছে?

North Dinajpur's eyes are now on the strong room of Polytechnic College, what is going to happen?

The Truth Of Bengal :  দেশের সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে তা জানা যাবে আগামীকাল। এদিন গণনা করা হবে ভোটের ফলাফল। যাকে কেন্দ্র করে কমিশনের পক্ষ থেকে জোর তৎপরতা একই ছবি ধরা পরল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রের। রায়গঞ্জ লোকসভার স্ট্রং রুম করা হয়েছে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং ইসলামপুর কলেজে এ । এই স্থানেই হবে ভোটের গণনা। যাকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় মোরা রয়েছে গণনা কেন্দ্র। আজ এই গণনা কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলাশাসক মানষ মন্ডল জেনারেল অবজারভার শ্রীধর বাবু আদানকি।

কাউন্টিং অবজারভার অশোক কুমার শর্মা তারা পুরো প্রস্তুতি খতিয়ে দেখেন। উল্লেখ্য এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট কুড়িজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ১৭ লক্ষ ৯০ হাজার ১৫৭ জন ভোটার।২৬ শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট হওয়ার পর 27 এপ্রিল সকালেই স্ট্রং রুমে বন্দী করা হয়েছিল লোকসভার সমস্ত ইভিএম। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে রয়েছে ইভিএম। তালা বন্ধ স্ট্রং রুমগুলি। এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা।
দীর্ঘ প্রায় এক মাসের বেশি সময় ইভিএমগুলি স্ট্রংরুমে বন্দী রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা রাত পাহারায় ছিলেন পালা করে।

Related Articles