রাজ্যের খবর

রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবায় নতুন সংযোজন

New additions to the state's firefighting and emergency services

Truth Of Bengal: রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবায় নতুন সংযোজন হতে চলেছে আরও একাধিক সুবিধা। ২৫ টি ১৪ হাজার লিটার ট্যাংকের ওয়াটার ব্রাউজার এবং পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট দমকল কেন্দ্রের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এইসব পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠের অনুষ্ঠান থেকে এইসব পরিষেবার উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব মনোজপন্থ সহ বিশিষ্টজনেরা।

এই উপলক্ষে বিধাননগর বইমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের অগ্নিনির্বাপন ও জরুরী পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসু। ২৫ টি ১৪ হাজার লিটার ট্যাংকের ওয়াটার ব্রাউজার উদ্বোধন হলে রাজ্যের দমকল পরিষেবা আরও উন্নত হবে। পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট এলাকায় দীর্ঘদিন ধরেই একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি ছিল। মঙ্গলবার থেকে সেই দাবি পূরণ হতে চলেছে।

Related Articles