Breaking : বাড়ির বাথরুমে পড়ে মাথা ফাটল মুকুল রায়ের, ভর্তি করা হল হাসপাতালে
Mukul Roy's head fell in the bathroom of the house

The Truth of Bengal : বাড়ির বাথরুমে পড়ে মাথা ফাটল মুকুল রায়ের। কলকাতার অ্যাপোলো হাসপাতালে মুকুল রায় কে নিয়ে আসা হলো।
বাড়ির বাথরুমে পড়ে মাথা ফাটল মুকুল রায়ের, নিয়ে আসা হলও কলকাতার অ্যাপোলো হাসপাতালে।#mukulroy #apollohospital pic.twitter.com/xhZBepQurk
— TOB DIGITAL (@DigitalTob) July 3, 2024
গত বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুলকে। সেই সময় শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পরিবার সূ্ত্রে খবর। তখন মুকুলের ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, তাঁর মাথায় জল জমেছে। এই রোগ তাঁর পুরনো।
তারপরে এপ্রিলে আবারও অসুস্থ হয়ে পড়েন। খাওয়াদাওয়া ঠিকমতো না করায় ক্রমশ দূর্বল হয়ে পড়েছিলেন মুকুল রায়। যার দরুন পরিস্থিতি বুঝে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল।
মাঝে তাঁর মাথায় অপারেশনও হয়। তারপর থেকে তিনি ঘরের বন্দি হয়েই ছিলেন গত এক বছর ধরে। মাঝে আচমকা তিনি দিল্লি চলে যান বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে। এ বছরের ফেব্রুয়ারিতে তাঁকে তলব করে ইডি। কিন্তু তিনি অসুস্থ থাকায় যেতে পারেননি। পরে তাঁর বাড়ি এসে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন।