রাজ্যের খবর

ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের , ঘটনাস্থলে ফরেনসের দল

Mother-in-law's and son in law burnt to death while sleeping, forensics team at the scene

The Truth Of Bengal :লিলুয়া চকপাড়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে এলেন ফরেনসিক দল। মঙ্গলবার সকালে চার সদস্যের ফরেনসিক একটি  দল ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও।

প্রসঙ্গত, রবিবার মধ্যরাতে লিলুয়ায় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় শাশুড়ি ও জামাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে কমলা সানা ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িটি দরমার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তারা যতক্ষণ না বুঝতে পারেন ততক্ষণে আগুন অনেকটাই বড় আকার ধারণ করেছিল। অনেক চেষ্টার পর তারা একজনকে বাঁচাতে সক্ষম হয়েছেন। এছাড়াও পাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে ।

Free Access