রাজ্যের খবর

হাওড়া ময়দানে শুরু মেট্রো পরিষেবা, প্রথম দিনেই সমস্যায় বাস কর্মীরা

Metro service started in Howrah Maidan, bus workers in trouble on the first day

The Truth Of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া: শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দানে চালু হয়েছে মেট্রো পরিষেবা। আর প্রথম দিনেই বাজিমাত করছে ময়দান মেট্রো। আপাতত হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে বিবাদিবাগ পার করে এসপ্ল্যানেড পর্যন্ত চলাচল শুরু হয়েছে। ফের শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রুট চালু রয়েছে। মাঝের এসপ্ল্যানেড থেকে বৌবাজার হয়ে শিয়ালদহ অংশের কজ শেষ না হওয়ার দরুন বন্ধ রয়েছে পরিষেবা। যদিও মেট্রো সূত্রে খবর খুব দ্রুত ওই অংশকেও যাতে জুড়ে নেওয়া যায় তার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। আর এই সবকিছুর মধ্যেই অশনি সংকেত দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান সংলগ্ন বাস চালক ও কন্ডাক্টরদের। চিন্তায় বাসের মালিকরাও। সকাল ও বিকেলের দিকে নিত্যযাত্রীদের যে পরিমান ভিড় থাকতো, শুক্রবার সকালে তা ছিল না। মেট্রো চালু হতে মেট্রোর আরামদায়ক সফরকেই বেছে নিয়েছে যাত্রীরা। তাই দীর্ঘক্ষণ ময়দানের বাস স্ট্যান্ডে বাস দাঁড় করিয়ে রাখলেও ফাঁকা থেকে যাচ্ছে বাসের অধিকাংশ আসন। স্বভাবতই চিন্তার ভাঁজ পড়ছে কপালে।

হাওড়া ময়দান বাস স্ট্যান্ডের বাস কন্ডাক্টর মহম্মদ ইমতিয়াজ বলেন, ” আজ থেকে মেট্রো চালু হয়েছে, আর আজ থেকেই আমাদের অবস্থা খারাপ। বাসে সেভাবে কেউ উঠছে না। বাস খালি থাকছে। আগামীদিনে কি হবে দেখা যাক।”
সম্পূর্ণ মেট্রো চালু না হওয়াতে অনেকে ইচ্ছা থাকলেও মেট্রো পরিষেবা নিতে পারছেন না। এমনই একজন নিত্যযাত্রী গোপাল রায় বলেন, ” আমি ময়দান থেকে শিয়ালদহ যাবো। এখনও ওই অংশে মেট্রো চালু হয় নি। তাই বাসেই যেতে হচ্ছে। এতে অনেক সময় বেশি লাগে। মেট্রোর সফর অনেক আরামদায়ক হয়। যতদিন না চালু হচ্ছে ততদিন অপেক্ষা করতে হবে।”

শুক্রবার সকালে মেট্রোকে কেন্দ্র করে যে উন্মাদনার চিত্র দেখা গেছে, তাতে একটা বিষয় স্পষ্ট সম্পুর্ন রুটে পরিষেবা চালু হয়ে গেলে মেট্রোর উপর যাত্রী চাপ অনেকটাই বৃদ্ধি পাবে যেমন, ঠিক একইভাবে বাস রুটের যাত্রী সংখ্যা হ্রাস পেলে মাথায় হাত পড়বে বাস মালিক থেকে বাস চালক ও কন্ডাক্টরদের। এই পরিস্থিতিতে তাদের রুজি রুটির উপর মেট্রোর কতটা প্রভাব পড়বে সেই নিয়েই প্রশ্ন ঘুরছে সকলের মনে।

FREE ACESS

Related Articles