রাজ্যের খবর
পড়ুয়াদের গণিতে আগ্রহ বৃদ্ধি ও বিজ্ঞানমনস্ক করতে কালিয়াগঞ্জে আয়োজিত হল গণিত মেলা
Mathematics fair was organized in Kaliaganj to increase interest in mathematics and make science minded among students

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : কালিয়াগঞ্জ : সত্যেন মহন্তঃ পড়ুয়াদের বিজ্ঞান মনষ্ক করে তোলার পাশাপাশি গণিত এর প্রতি আগ্রহ বৃদ্ধি ও গণিতের প্রয়োগ জানাতে উত্তর দিনাজপুর জেলা গণিত মেলা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের শান্তিকলনী সারদা শিশুতীর্থে। শনিবার এই গণিত মেলায় উত্তর দিনাজপুর জেলার বিশ্বভারতী উত্তরবঙ্গের সারদা শিশুতীর্থের ২৩ টি বিদ্যালয়ের ২০০ জন পড়ুয়া অংশ নেয়। এই কর্মসূচিতে পড়ুয়াদের আগ্রহ ছিল চোখে পড়ার মত।
যেখানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতী উত্তরবঙ্গের জেলা সম্পাদক কালীচরণ সিং, সভাপতি ড: পবিত্র কুমার বর্মণ,কর্যকারী সমিতির সদস্য ড: অভিজীৎ দাস,কালিয়াগঞ্জ স্কুল সভাপতি স্বপন সরকার,সম্পাদক গোপেশ্বর বিশ্বাস, কোষাধক্ষ্য গোরীমা বেঙ্গানী,স্কুলের প্রধান আচার্য গোপাল সরকার সহ অন্যারা।