রাজ্যের খবর

বাড়ি থেকেই উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ,তদন্তে নামল পুলিশ

Man found dead in house, police probe

Truth Of Bengal: মনিরুল ইসলাম পূর্ব বর্ধমান: বাড়ির মধ্যেই এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ।  ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের   মন্তেশ্বরে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। তবে কী কারণে আত্মহত্যা তা এখন স্পষ্ট নয়। উদ্ধার হয় কোন সুইসাইট নোট।

মৃত উদয় কোনার বয়স ৫৮ বছর মন্তেশ্বর ব্লকের পিপলন  পঞ্চায়েতের করন্দা গ্রামের বাসিন্দা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি অবিবাহিত ছিলেন । তাই  বাড়িতে একাই থাকতেন।বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। ভাই কর্মসূত্রে মন্তেশ্বর বাজারে থাকে। বিগত কয়েক মাস ধরে ওই ব্যক্তি শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার  বিকাল নাগাদ বাড়ির মধ্যে তার ঝুলন্ত দেহ দেখতে পায়  পাড়া-প্রতিবেশীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় ঘটনায় কোন অভিযোগ জমা পড়েনি‌।বুধবার দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠাবে মন্তেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে পুলিশ। ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Related Articles