বাঁচতে হলে বিজেপিকে একটিও ভোট দেবেন না, জনতার কাছে আবেদন মমতার
Mamata Banerjee has created a storm in the campaign in North Bengal

The Truth of Bengal: উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।লাগাতার প্রচার করে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জোরদার করছেন।এবার জলপাইগুড়ির ময়নাগুড়ির সভায় বিজেপিকে একটি ভোটও না দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নিজেকে বাঁচাতে হলে বিজেপিকে একটাও ভোট দেবেন না’ এই আবেদন করেন তিনি। কেন ভোট দেওয়া বিজেপিকে উচিত নয় তার ব্যাখাও দেন তৃণমূল সুপ্রিমো।
যাঁরা বেকারত্ব বাড়ায়,মূল্যবৃদ্ধি করে,মানুষকে কষ্ট দেয়,বাংলার টাকা আটকে রাখে তাঁদের ইভিএমে জবাব দেওয়ার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করেন,একটি ভোট মূল্যবান,চব্বিশের নির্বাচনে এই ভোট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।দেশের যুবসমাজ,মহিলা, খেটেখাওয়া মানুষের বাঁচার লড়াইকে জোরদার করতে তাই বিজেপির নেতৃত্বাধীন সরকারকে পরিবর্তন করার জন্য উত্তরবঙ্গের মানুষকে এবার ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।