উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের, আলোকিত হল মালদার ভূতনি সেতু
Malda's Bhutni Setu is illuminated

The Truth of Bengal: উদ্বোধনের প্রায় চার বছর পরে আলো জ্বলল উত্তরবঙ্গের অন্যতম দীর্ঘ মালদার ভূতনি সেতুতে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সেতু আলোকিত করা হল ২৮ লক্ষ টাকা খরচে প্রায় ১৫৪ টি সোলার লাইট বসানো হলো। ভূতনি সেতুর সোলার লাইট প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, এছাড়াও ছিলেন জনপ্রতিনিধিরা।
মালদার মানিকচকের সঙ্গে ভুতনি দ্বীপের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই ভূতনি সেতু। ফুলহর নদীর ওপর এই সেতু তৈরির উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতনিকে জেলার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করতে কয়েকশো কোটি টাকা খরচে তৈরি হয় ভুতনি সেতু। কিন্তু, এতদিন আলো না থাকায় সন্ধ্যা নামলেই বিপদসঙ্কুল হয়ে পড়ছিল এই সেতু।
অনেকেই রাতের দিকে যাতায়াত করতে পারছিলেন না। পাশাপাশি নানারকম দুষ্কর্ম চলছিল বলেও অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে সেতু আলোকিত করার নতুন প্রকল্প নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। দীর্ঘ প্রতীক্ষার পর সেতুতে আলো জ্বলতেই খুশির ছোঁয়া ভুতনিতে। সন্ধ্যার পর থেকে নিরাপদে চলাফেরা করতে পারবে এলাকার মানুষ। দাবি পূরণ হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকার মানুষ।