রাজ্যের খবর
মালদার মানিকচকে ধুন্ধুমার, আক্রান্ত IC সহ কয়েকজন পুলিশকর্মী, গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Malda Manikachke Dhundhumar, some police personnel including the affected IC, accused the police of firing

The Truth Of Bengal : মালদার মানিকচকে রাস্তা অবরোধ ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত মানিকচকের এনায়েতপুরে। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুড় চালানো হয়। অভিযোগ, পুলিশকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় আক্রান্ত হয়েছেন IC সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। আর এই অপ্রীতিকর পরিস্থিতিকে সামাল দিতে পুলিশ গুলি চালায় এমনই অভিযোগ। পুলিশের গুলিতে ২জন জখম হওয়ার অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব নবান্নের।
- মালদার ঘটনা নিয়ে রিপোর্ট তলব
- জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন
- মালদায় উত্তেজিত জনতাকে ছত্রবঙ্গ করতে গুলি
- বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অবরোধ চলছিল সেই সময় গন্ডগোল শুরু হয়
- উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের গুলি
- কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চালাতে হল? জানতে চাইল নবান্ন
- নবান্নে রিপোর্ট জমা পড়ল
- মালদার মুখ্যসচিবকে ফোন জেলা শাসকের