রাজ্যের খবর

মহকুমা ফুটবল লিগে বি.ডিভিশনে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর

Mahamedan Sporting Fan Club Medinipur is the champion in B.Division in Sub-Division Football League

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রায় দেড় মাস পূর্বে শুরু হয়েছিল ৬ টি ব্লকের মোট ২৬ টি ক্লাবকে নিয়ে প্রথম বিভাগীয় ও দ্বিতীয় বিভাগীয় লীগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা “মহকুমা কাপ-২০২৪”।

দ্বিতীয় বিভাগের চূড়ান্ত ফাইনালে অংশগ্রহণ করেছিল মেদিনীপুর শহরের স্বনামধন্য ফুটবল ক্লাব “মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর” ও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিল “বিজয় একাদশ”। এই খেলায় মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর প্রতিপক্ষ কে বিজয় একাদশ কে কার্যত ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন এর শিরোপা অর্জন করে। দ্বিতীয় ডিভিশন লীগে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর এর অধিনায়ক “সেক আব্দুস সালাম” লীগের সর্বোচ্চ গোলদাতা হিসাবে পুরস্কৃত হোন এবং লীগের সেরা গোলকিপার এর খেতাব জিতে নেন এই ক্লাবেরই সহ-অধিনায়ক তথা প্রতিভাবান তরুণ গোলকিপার “আদর্শ লামা”।

উল্লেখ্য যে,,মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব মেদিনীপুর কলকাতার শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব এর অফিসিয়াল ফ্যান ক্লাব “ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব অফিসিয়াল” এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা হিসাবে ফুটবল মহলে পরিচিত।

Related Articles