
The Truth of Bengal: ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে অন্ধকারে রেখে খাস জমির ওপর থাকা গাছ কেটে ফেলা হল। বনদফতরেরও কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। বীরভূমের বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল মাফিয়াদের বিরুদ্ধে। খাস জমির ওপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লাগানো গাছ জোর করে কেটে ফেলা।
শুক্রবার সকাল থেকে গাছ কাটতে শুরু করেন কয়েকজন। কে বা কারা কার অনুমতি নিয়ে এই গাছ কাটছেন, সেই বিষয়টি স্পষ্ট করে কিছুই বলতে পারেননি শ্রমিকরা। গাছ কাটা শুরু হতেই স্বনির্ভর দলের মহিলা ও গ্রামবাসীরা প্রতিবাদে শামিল হন। একজোট হয়ে গাছ কাটা আটকে দিয়ে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন।বোলপুর বনদফতর থেকে জানা গিয়েছে তাদের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি গাছ কাটার জন্য।
পাশাপাশি বিষয়টি সম্পর্কে কিছুই জানে না বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতর।এলাকার মহিলাদের দাবি, গ্রামের এক প্রান্তে স্বনির্ভর দলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে গাছগুলি লাগানো হয়েছিল। নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে তারা গাছ লাগিয়েছিলেন। সেই গাছ জোর করে গাছ কেটে নিচ্ছে মাফিয়ারা। তবে সবাই মিলে বাধা দিয়ে গাছ কাটা আটকে দিয়েছেন। যদিও ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে।
Free Access