রাজ্যের খবর

সোনায় মোড়া রথে রাজবেশে জগন্নাথ, রাজকীয় রথের ব্যয় ১০ লক্ষ

Jagannath in a gold-plated chariot, the cost of the royal chariot is 10 lakhs

The Truth of Bengal: রাজকীয় রথে চড়বেন জগন্নাথ। সেকারণে যুদ্ধকালীন তৎপরতায় চলল রথ তৈরির কাজ । রায়গঞ্জের একদল যুবক রথ যাত্রায় বিশেষ চমক দিতে যুদ্ধকালীন তৎপরতায় তৈরী করেছে সুউচ্চ রথ। রথ ঠিকরে বেরোবে সোনালি আলো। আর সেই সোনা ঝলকানো রথে রাজ বেশে ঘুরবে জগন্নাথ বলরাম সুভদ্রা। যেমন ভাবনা তেমন কাজ।  টানা তিন মাস ধরে চলেছে এই কাজ। নাওয়া খাওয়া ভুলে রায়গঞ্জের  একদল রথ যাত্রায় বিশেষ চমক দিতে তৈরী করেছে সুউচ্চ রথ।

কারণ আগামী ৭ জুলাই রথ যাত্রা। হাতে যে একদম সময় নেই। রথ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। রথ তৈরির পর তা উত্তরবঙ্গের নজির সৃষ্টি করবে বলে জানান ওই যুবকেরা। তিন মাস ধরে নিম, আকাশমনি ও শাল কাঠের উপর নানান রকম কারুকাজ চলেছে । দক্ষিণ গোয়ার মন্দিরের আদলে তৈরী হচ্ছে রথ। নজড়কাড়া এই রথ তৈরীতে খরচ পড়েছে ১০ লক্ষ টাকা।  জানা যায় এবার এই রথ তৈরি হচ্ছে দক্ষিণ গোয়ার মুরোদেশ্বর মন্দিরের রথের আদলে।

রায়গঞ্জ শহরের বুকে চার বছর আগে চম্পক ব্রহ্ম ও তার স্ত্রী মিলে হঠাৎই রথযাত্রা সূচনা করেন। চম্পক ব্রহ্ম জানান, তিন বছর পার হয়েছে গত বছর। এবছর রথ নিয়ে নতুন ভাবনা ছিল। দক্ষিণ গোয়াতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে একবার সোনায় মোড়ানো মুরোদেশ্বর মন্দিরের রথটা দেখি। যেটা ভীষণ ভাল লাগে। তারপরই বন্ধুদের সহযোগিতায় সেই রথ তৈরির সিদ্ধান্ত নেন তিনি।

Related Articles