রাজ্যের খবর

ভাঙন রোধে সচেষ্ট নবান্ন,মঙ্গলবার সাগর পরিদর্শন করবেন সেচ দফতরের আধিকারিকরা

Irrigation department officials will visit the sea on Tuesday

The Truth of Bengal: ‘গঙ্গাসাগর মেলা ‘ শব্দের সঙ্গে কোটি কোটি পুন্যার্থীর আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে। কারণ গঙ্গাসাগর মেলার সময় হাজির হন দেশের নানা অংশের বহু সাধু সন্ন্যাসী , সাধারণ মানুষ। সেই গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনের রাস্তায় কিনা ধরেছে ভাঙন। তীব্র জলোচ্ছ্বাসের কারণে কপিল মুনির আশ্রমে তট সহ সামনের রাস্তা ভেঙেছে । এক কথায় দ্বৈন দশা অবস্থার রয়েছে এই মুহূর্ত। নবান্ন এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন। প্রশাসনকে মেরামতের নির্দেশ দিয়েছে নবান্ন । ভাঙন নিয়ে পরিদর্শনের নির্দেশ নবান্নের তরফে। এ বিষয়ে প্রশাসনও সদা সতর্ক। প্রশাসন চায় অন্যান্য বছরের মত এ বছরও সব কিছু যাতে ঠিক থাকে।

সে কারণেই যে যে অংশ তে ভাঙ্গন ধরেছে বা সমুদ্রের জলোচ্ছ্বাস যাতে সেই অংশে প্রভাব না ফেলে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করবেন প্রশাসন। মেরামতি হবে সবকিছুর । হবে সমস্যার সমাধান। মঙ্গলবার সাগর পরিদর্শনে যাবেন রাজ্যের সেচ দফতরের জেলা প্রশাসনের আধিকারিকেরা । হবে বৈঠকও । কীভাবে সমাধান করা যায় তা নিয়ে হবে আলোচনা। সমুদ্র তট ও রাস্তাতে ভাঙন দেখা গেলেও কপিলমুনির আশ্রম অর্থাৎ যাকে ঘিরে রয়েছে আবেগ ভালোবাসা সে ই জায়গা ঠিক রয়েছে বলে জানিয়েছে সাগর ব্লক প্রশাসন।

২০২৩ সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগেই সেচ দফতর ভাঙন যাতে না ধরে তার জন্য মেরামত করেছিল । ১৬ কোটি টাকা ব্যয় হয়েছিল সেসময়। টেট্রাপড প্রকল্পের কাজ ও হয়ে ছিল। আবার ২০২৪ সালে গঙ্গাসাগর মেলার আগেও কোটি টাকা খরচ করা হয়েছিল। যদিও তা সফল হয়নি। তবে এখন মন্দির সুরক্ষিত রয়েছে বলে বার্তা প্রশাসনের। ফের পদক্ষেপ নেওয়া হবে । ফের ভাঙন রোখা হবে বলেই প্রশাসনের আশ্বাস মিলেছে। সেকারণে আগামীকাল রয়েছে পরিদর্শন ।