রাজ্যের খবর

বাংলার নববর্ষে পিংলার পটচিত্রের আন্তর্জাতিক স্পর্শ

International touch of Pingla's Patachitra in Bengali New Year

Truth Of Bengal: শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর: বাংলা নববর্ষের পূর্ণলগ্নে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্প পল্লী যেন এক উৎসবমুখর চিত্রপট হয়ে উঠল। রোমানিয়া থেকে আগত চারজন বিদেশি পর্যটকের আগমনে নববর্ষের সকালেই আলাদা মাত্রা যোগ হয় এই গ্রামীণ শিল্পপল্লীতে।

পর্যটকদের আন্তরিক অভ্যর্থনা জানাতে এবং নববর্ষের শুভেচ্ছা প্রকাশে পটশিল্পীরা রঙ-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুললেন বাংলার ঐতিহ্য। শিল্পী বাহাদূর চিত্রকর ও রূপসনা চিত্রকর দু’দিন ধরে নববর্ষকে কেন্দ্র করে পটচিত্র আঁকেন। এই চিত্রগুলিতে উঠে আসে হালখাতার মোটিফ, রঙিন উৎসব, এবং বাংলার লোকজ সংস্কৃতি। শুধু ছবি নয়, সেই পটচিত্রের সঙ্গে মিলিয়ে বাঁধা হয় নতুন গান, যেখানে বাংলার নববর্ষের আনন্দ, ঐতিহ্য ও আবেগকে সুরের মাধ্যমে তুলে ধরা হয়।

এই আয়োজন দেখে মুগ্ধ বিদেশি পর্যটকরা বাংলার লোকশিল্প ও সংস্কৃতির প্রতি উৎসাহ প্রকাশ করেন। পটশিল্পীদের মতে, এমন উদ্যোগ না শুধু তাঁদের শিল্পকে এক নতুন দিশা দেয়, বরং আন্তর্জাতিক মঞ্চেও বাংলার পটচিত্রকে পৌঁছে দিতে সাহায্য করে।

পটশিল্পী বাহাদূর চিত্রকর বলেন, “নতুন বছরে আমরা আমাদের কল্পনায় রং আর সুর মিলিয়ে বাংলার শুভেচ্ছা জানাতে পেরে খুব আনন্দ হচ্ছে। রোমানিয়া থেকে পর্যটকরা এলেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি”। এই নববর্ষে পিংলার পটপল্লী যেন হয়ে উঠেছিল শিল্প, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্প্রীতির মিলনমঞ্চ।

 

 

 

Related Articles