ইন্টার প্রাইমারি ক্রীড়া, মাঠমুখি হওয়ার বার্তা অর্জুনের
Inter Primary School Annual Sports

The Truth of Bengal: বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মঞ্চে থেকে নতুন প্রজন্মকে মাঠ মুখি হওয়ার বার্তা দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে ইন্টার প্রাইমারি স্কুল বার্ষিক ক্রীড়া। শনিবার ভাটপাড়া সার্কেল ইন্টার প্রাইমারি স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাঁকিনাড়ার কাঁটাপুকুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে।
কচিকাঁচাদের খেলাধূলায় উৎসাহিত করতে এদিন হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং। আর এই অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মকে ফের মাঠমুখী হওয়ার বার্তা দিলেন। এদিন তিনি বলেন, ইদানিং নতুন প্রজন্ম মোবাইলে বুদ হয়ে পড়েছে। কিন্তু শারীরিক বিকাশের জন্য নতুন প্রজন্মকে মাঠমুখী হতে হবে। এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইস্কুলের সফল প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
ভাটপাড়া সার্কেলের স্কুল গুলির প্রতিযোগিরা অংশগ্রহণ করেন বিভিন্ন ইভেন্টে। সাংসদ ছাড়াও ভাটপাড়া পুরসভার সিআইসি দেবজ্যোতি ঘোষ, নৈহাটি পুরসভার শিক্ষা দপ্তরের সিআইসি কানাই লাল আচার্য, ভাটপাড়া সার্কেলের এস আই অঞ্জনা বিশ্বাস, প্রাইমারি স্পোর্টস কমিটির উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্য বিজেশ প্রসাদ প্রমুখ।