রাজ্যের খবর

৫০ বছর পূর্তি উপলক্ষে ডাক টিকিট প্রকাশ ভারতীয় ডাক বিভাগের

Indian Postal Department releases postage stamps to mark 50th anniversary

Truth Of Bengal: গুরুশিষ্য পরম্পরা ও আধুনিকতা – এই সবটা মিলে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। পরিষদের পথচলা শুরু হয়েছিল ১৯৭৬ সালে। দেখতে দেখতে ২০২৫শে পঞ্চাশ বছরে পদার্পণ করছে পরিষদ। সেই উপলক্ষে গত ২৭ নভেম্বর বুধবার বারাসাত রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের ৫০ বছর উপলক্ষে একটি ডাক টিকিট প্রকাশ করল। সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিষদের যুগ্ম সম্পাদক ড. শান্তনু সেনগুপ্তের হাতে পরিষদ নামাঙ্কিত ডাকটিকিট তুলে দেন ভারতীয় ডাক বিভাগের উচ্চপদস্থ কর্তাব্যক্তি ভূপাল মজুমদার, সন্দীপ কুমার এবং সুজয় ব্যানার্জী।

সারা পৃথিবী জুড়ে ৫ হাজার পরিষদ অনুমোদিত কেন্দ্র রয়েছে। প্রতিবছর সমাবর্তন উৎসবে অসংখ্য ছাত্রছাত্রীদের হাতে মানপত্র, মেডেল তুলে দেওয়া হয়। গত তিন বছর ধরে ইউরোপেও সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে পরিষদের সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ ২০২৫ শনিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই সমাবর্তনে উপস্থিত থাকবেন
ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরা।