রাজ্যের খবর

মেদিনীপুরে জুন মালিয়ার হাতধরে ঘাসফুলে যোগ নির্দল কাউন্সিলারের

Independent councilor joins hands with June Mallya in Ghasphule in Medinipur

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশজুড়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে ৬ ঠ দফায়। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

২০২৪ এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া। লোকসভার নির্ঘণ্ট প্রকাশের পরেই মেদিনীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর প্রতিমা নায়েক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মেদিনীপুরের বিধায়িকা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার হাত ধরে যোগদান করেন।

জুন মালিয়া জানান দিদির উন্নয়নের সাক্ষী হতেই তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান প্রতিমা নায়েকের। অন্যদিকে যোগদানকারী কাউন্সিলর প্রতিমা নায়েক বলেন, ওয়ার্ডের সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করেছিল। তাদের প্রতিনিধি হিসেবে আমি এতদিন কাজ করে এসেছি, আমি মনের দিক থেকে তৃণমূল পার্টিতে ছিলাম। তাই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে আবারো নতুন ভাবে মানুষের কাজ করতে চায়।

FREE ACCESS

Related Articles