রাজ্যের খবর

শীতের শুরুতেও অগ্নিমূল্য বাজারে বাজারে নজরদারি বাড়িয়েছে টাস্ক ফোর্স

In the beginning of winter, the task force has increased market surveillance

Truth Of Bengal: শেখ ইরশাদ : বৃষ্টি-বন্যার ঝড়ো দিন এখন অতীত। শীত শুরু হয়েছে। অগ্রহায়ণে ভাবা হয়েছিল সব্জির দর কিছুটা কমবে। কিন্তু কোথায় কী ? মঙ্গলবার দেখা যায়, জিনিসের দাম বেশ চড়া। কলকাতার অধিকাংশ বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই সব্জির দর উর্ধ্বগামী থাকায় ক্রেতারা অস্বস্তিতে পড়েন। পকেটে তাঁদের টান পড়ছে বলে অভিযোগ করেন তাঁরা। বাজারের দামের আঁচ বুঝে প্রশাসন আরও নজরদারি বাড়িয়েছে। কড়া নজরে রাখা হচ্ছে কলকাতার কেনাবেচার কেন্দ্রগুলিতে। সেজন্য টাস্ক ফোর্সের সদস্যরা হানা দিচ্ছে কলকাতার একের পর এক বাজারে। মঙ্গলবার মানিকতলা বাজারে দরদাম খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন টাস্কফোর্সের সদস্যরা। তাঁরা আশ্বস্ত করেন পেঁয়াজের দাম একসপ্তাহের মধ্যে কিছুটা কমবে। কমবে সব্জির দরও। দেখে নেব বাজারদর।

জ্যোতি আলু ৩০টাকা
চন্দ্রমুখী আলু ৪০টাকা
পেঁয়াজ ৭০টাকা
টম্যাটো ৬০টাকা
বরবটি ৬০ টাকা
বিনস ৮০ টাকা
গাজর ৮০ টাকা
মটরশুঁটি ২০০ টাকা
ক্যাপসিকাম ৮০ টাকা
বেগুন ৮০ টাকা
ঝিঙে ৬০ টাকা
ঢ্যাঁড়স ৬০ টাকা

আশা করা হচ্ছে, শীতের মরসুমে সব্জির ফলন বাড়লে বাজারে যোগান বাড়বে। আর তাতেই দাম নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তাই ডিসেম্বরের মধ্যে বাজারের দর কিছুটা কমে কিনা তাই দেখার।

Related Articles