নদীয়ায় এক যুবককে কুপিয়ে খুন ঘটনায় চাঞ্চল্য এলাকায়
In Nadia, a young man was hacked to death in Chanchalya area

The Truth Of Bengal, নদীয়া,মাধব দেবনাথ: মদের আসরে যুবককে কুপিয়ে খুন। জানা যায় মৃত যুবক আনুমানিক বছর ২৯ এর শুভ সাহা। নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালির বাসিন্দা। ঘটনাটি ঘটে শনিবার রাতে শিমুরালি ভাগীরথী শিল্পা আশ্রম সংলগ্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চাকদা থানার অন্তর্গত শিমুরালি ভাগীরথী শিল্পা আশ্রম সংলগ্ন এলাকায় একটি ফাঁকা জায়গায় রাজকুমার বিশ্বাস ও শুভ সাহা নামে মাস্তোতো দুই ভাই মিলে মদ্যপান করছিলেন। মদের আসরেই দুই ভাইয়ের মধ্যে বচসা হতেই রাজকুমার বিশ্বাস কোমর থেকে ধারালো অস্ত্র বের করে শুভ সাহাকে এরোপাথালি কোপাতে থাকে। চিৎকার করে ওঠে শুভ। শুভর চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে শুভ। ততক্ষণে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত রাজকুমার।
খবর দেয় চাকদা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকদা থানা পুলিশ। শুভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। হাসপাতালে আনার পর চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করে। পুরনো শত্রুতা জেরেই এই খুন বলে অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত রাজকুমার। রাজকুমারের খোঁজে এবং সমগ্র ঘটনার তদন্তে নেমেছে চাকদা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
FREE ACCESS