‘পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়বই’, হুঙ্কার অমিত শাহের
"I will leave Pakistan-occupied Kashmir," Amit Shah threatened

The Truth of Bengal: পাক অধিকৃত কাশ্মীর নিয়েই ছাড়বই। শ্রীরামপুরের জনসভায় হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেছেন, ‘কাশ্মীরে আর অশান্তি হয় না। এখন পাক অধিকৃত কাশ্মীরে স্বাধীনতার জন্য স্লোগান ওঠে। পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি হয়। মোদি জমানায় এটাই সাফল্য। পাক অধিকৃত কাশ্মীর ভারতের হওয়া উচিত কি না? শ্রীরামপুরের মাটিতে বলছি, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি আপনারা ভয় পেলে পান। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব।’
দুর্নীতির উদাহরণ তুলে রাজ্যকে খোঁচা দেন শাহ। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আঁচলে লুকিয়ে নিলেও জেলে ঢোকাব দুর্নীতিগ্রস্তদের। কাউকে লুকোতে পারবেন না।’ মা-মাটি-মানুষকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘বাংলা এখন মৌল-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।’ আগের সব সভার মতো এদিনও অমিত শাহ একাধিক প্রসঙ্গে রাজ্যের শাসক দল ও রাজ্য সরকারকে নিশানা করেন। গত ১০ বছরে দেশের জন্য কী করেছে বিজেপি সরকার, সেই কথা উঠে আসছে না। বদলে বাংলায় এসে রাজ্য সরকারকে আক্রমণ করা হচ্ছে।
অমিত শাহের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। এক বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, ‘বিজেপি হল ওয়াশিং মেশিন। দুর্নীতি করে বিজেপিতে গেলে সব পরিষ্কার। দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গিয়ে সাধু হয়ে যান। আসলে বিজেপি বুঝতে পেরেছে এবার তাদের ফল খারাপ হতে চলেছে। চারটি দফা হয়ে গেলেও এখন বিজেপির পালে হাওয়া লাগেনি। মোদি-হাওয়া উধাও দেশ থেকে। সেই জন্য এখন বিভাজনের কথা মানুষের কাছে ভোট চাইতে হচ্ছে। হিন্দু-মুসলিম কথা তুলে ধরতে হচ্ছে।‘