“আমাকে মেয়র সাহেব ডালা লাগাতে বলেছে”, পুলিশের সঙ্গে বচসায় এক মহিলা হকার
"I was asked by the mayor to plant dala," a woman hawker grumbled to the police

The Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি দখলদার রুখতে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। কলকাতা শহরসহ রাজ্যের বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে তৎপরতা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রঙ না দেখে ব্যবস্থা নিতে হবে। যারা অবৈধভাবে ফুটপাথ দখল করে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। শনিবার নিউমার্কেট চত্বরে অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের সরাতে গিয়ে পুলিশকে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পুলিশ ফুটপাথ থেকে তুলে দিতে গেলে এক মহিলা হকার বলেন, “আমাকে মেয়র সাহেব এখানে ডালা লাগাতে বলেছে”। ওই মহিলা পরিচয়পত্রসহ একাধিক কাগজপত্র পুলিশকে দেখান। তিনি বলেন, ছেলে মারা যাওয়ার পর মেয়রের নির্দেশেই এই নিউমার্কেট চত্বরে ডালা লাগিয়েছিলেন তিনি। মানবিকতার কথা ভেবেই তাঁকে বসতে দিয়েছিলেন মেয়র সাহেব।
নবান্নে প্রশাসনিক বৈঠককে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকৃত হকারদের চিহ্নিতকরণ করতে পাঁচ সদস্যের হাই পাওয়ার কমিটি গড়েছেন। সেই সঙ্গে পোর্টাল চালু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রকৃতই যারা হকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। এদিন নিউমার্কেট চত্বরে পুলিশ অবৈধ হকার তুলতে ছিলেন তৎপর। শুক্রবার হাই পাওয়ার কমিটি বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন। পরে কমিটির সদস্যরা বৈঠক করেন। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্য সরকার হকার উচ্ছেদ করছে না। সরকার হকারদের বিরুদ্ধে নয়। তবে যারা জোর করে ফুটপাত দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে। যারা নির্দিষ্ট জায়গার বাইরেও বিভিন্ন সামগ্রী রেখে দখল করে রেখেছেন তার বিরুদ্ধে।
এদিন হকার উচ্ছেদ করতে গেলে নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হকাররা। পুলিশের বক্তব্য এখন কাউকে অবৈধভাবে এই স্থানে বসতে দেওয়া হবে না। কলকাতা পুরসভা এবং সরকারি স্তরে লিস্ট তৈরি হচ্ছে। হাই পাওয়ার কমিটির নির্দেশ অনুযায়ী হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।