নারায়ণগড়ে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মীর
Hundreds of BJP workers, including BJP's winning panchayat members, left BJP and joined Trinamool in Narayanagarh.

The Truth Of Bengal,শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: আবারও বিজেপিতে ভাঙন অব্যাহত! মেদিনীপুর জেলার বিজেপির জেতা পঞ্চায়েত সদস্য যোগ দিলো তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভার আয়োজন করা হয়। আর তৃণমূলে র কর্মীসভা থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় একশো জন বিজেপি কর্মী।
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দারি মারাতে তৃণমূলের কর্মী সভা থেকে দারিমারা ৯০ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য রিপন খেলাড় সহ নারায়ণগড় ছয় নম্বর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করেন। যোগদান কারীদের হাতে দলীয় পতকা তুলে দেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট।
এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, জেলা তৃণমূলের সহ সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় ছয় নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি গৌরাঙ্গ জানা, তৃণমূল নেতৃত্ব সেক কুতুউদ্দীন সহ অন্যান্যরা। সাধারণ মানুষের উন্নয়ন করার জন্যই সরকারের সঙ্গে পথ চলা শুরু, বলেন সদ্য তৃণমূলে যোগদানকারীর।