হাওড়া সলোপ পাকুরিয়ায় হোগলা বোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন
Horrible fire at Hogla Bone in Pakuria, Howrah, 2 fire engines on the spot

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : হাওড়া সোলপ পাকুরিয়ায় হোগলা বোনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে আজ শুক্রবার বেলা আনুমানিক ১২:৩০ মিনিট নাগাদ আগুন লক্ষ পড়ে। আগুন দ্রুত গতিতে ছড়াতে থাকে ওই হোগলা বোনে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা যা চাঞ্চল্য ছড়ায়। আশপাশের কয়টি বিল্ডিং আছে অনেকে কাজ করেন তারাও ভয় পেয়ে যান ।
ওই বিল্ডিংয়ে এক মহিলা কর্মচারী মৌমিতা অধিকারী বলেন, “আগুন যেভাবে ছড়াচ্ছে ভয় পেয়ে যাবার মত কোম্পানির তরফ থেকে সরে যেতে বলেন।” রিতেশ নামে আর এক কর্মচারী জানান, “কেউ আবর্জনা জ্বালিয়ে ছিল সেই থেকেই এই আগুন লাগে বলে মনে করছেন। পরিত্যক্ত ওই জমিতে আগাছা ও হোগলা জঙ্গল পরিণত হয়েছে কয়েকদিন ধরে যে ভাবে তীব্র তাপ্রবাহ চলছে শুকনো খট খটে তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। আগুন নেভাতে দমকলের ২ টো ইঞ্জিন আসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”