মুন্ডু কাটা হবে! সভার আগে শুভেন্দু ও বিজেপি নেতাদের সাবধান করে হিঙ্গলগঞ্জে হুমকি-পোস্টার
যাঁর নামে এই হুমকি-পোস্টার পড়েছে, সেই বিজেপি নেতা তরুণ মণ্ডল অবশ্য এ ঘটনায় দমে যেতে নারাজ।
Truth Of Bengal: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায়। স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডলের ‘শিরশ্ছেদ’ করার হুমকির পাশাপাশি বিরোধী দলনেতার জনসভা নিয়ে হুঁশিয়ারি দিয়ে এলাকায় একাধিক পোস্টার সাঁটানো হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।
মুন্ডু কাটা হবে! সভার আগে শুভেন্দু ও বিজেপি নেতাদের সাবধান করে হিঙ্গলগঞ্জে হুমকি-পোস্টার pic.twitter.com/BQj1U7jyux
— TOB DIGITAL (@DigitalTob) January 6, 2026
মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকার বিভিন্ন জনবহুল স্থানে বেশ কিছু পোস্টার চোখে পড়ে। তাতে সরাসরি বিজেপি নেতা তরুণ মণ্ডলের নাম উল্লেখ করে লেখা ছিল, “বিজেপি নেতা তরুণ মণ্ডলের শিরচ্ছেদ করা হবে, বিজেপি নেতারা সাবধান।” পাশাপাশি শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতাদের প্রস্তাবিত জনসভা নিয়েও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে।
যাঁর নামে এই হুমকি-পোস্টার পড়েছে, সেই বিজেপি নেতা তরুণ মণ্ডল অবশ্য এ ঘটনায় দমে যেতে নারাজ। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বলেন, “আমি এই পোস্টার নিয়ে কোনও বিচলিত নয় । হিঙ্গলগঞ্জের তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই এই নোংরা রাজনীতি করছে।” তিনি আরও দাবি করেন, “তবুও ওরা ২০২৬ সালে হিঙ্গলগঞ্জের জিততে পারবে না। ওদের হার নিশ্চিত জেনে ওরা এইসব করছে।”
এদিকে এলাকার তৃণমূল নেতা তুষার মণ্ডল জানান, “যেসব এলাকায় পোস্টার পড়েছে, ওইসব এলাকায় বিজেপি, দু-একটা ভোট পায় । ওখানে কোনও বিজেপির সংগঠন নেই । কে বা কারা এই পোস্টার মেরেছে জানি না । তবে এই পোস্টার নিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে।”






