রাজ্যের খবর

বর্ষার দোসর নিম্নচাপ, সপ্তাহান্তে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

Heavy rain over the weekend in South Bengal including Kolkata

Truth of Bengal: বর্ষার দোসর নিম্নচাপ। সপ্তাহান্তে ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী শনি ও রবিবার বজায় থাকবে রাজ্যে দুর্যোগের পরিস্থিতি। তবে বৃষ্টি বাড়লেও রেহাই নেই আদ্রতা জনিত অস্বস্তি হাত থেকে। বঙ্গ জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহ শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা বেলা বাড়তি ঝেপে বৃষ্টি।

বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কমছে না আদ্রতা জনিত অস্বস্তি। শনিবার দক্ষিণ বঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা দুই ২৪ পরগনায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। হাওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী নিম্নচাপ অবস্থান করছে উত্তর বাংলাদেশ।

ধীরে ধীরে তা পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের জেরে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে। উত্তরবঙ্গে শনিবার জলপাইগুড়ি, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিংপং এ। তবে বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।

Related Articles