রাজ্যের খবর

রেমালের জেরে ফসলে ব্যপক ক্ষয়ক্ষতি, হুগলির কৃষকদের মাথায় বাজ

Heavy crop damage due to Remal, lightning on the heads of Hooghly farmers

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী : কৃষি প্রধান জেলা হুগলির সিঙ্গুর ব্লকের চাষিরা ঘূর্ণিঝড় রেমালের কারণে দুশ্চিন্তায় ছিলেন। এবার সেই দুশ্চিন্তাই যেন সত্যি হয়ে উঠল। বুড়িগ্রাম মাঠে বিঘার পর বিঘা জমির ফসল নিয়ে চিন্তায় ছিল চাষিরা। সেই আশংকাই সত্যি হল। রেমালের জেরে ঝড় বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে এই এলাকার চাষিরা। অতি বৃষ্টির জেরে জল জমেছে কপি ক্ষেতে, তিল ক্ষেতে, পটল ক্ষেতে, বাদাম ক্ষেতে।

বিশেষ করে অসময়ে কপি পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে দাবি কৃষকদের। ঝড়ের দাপটে পটল গাছ থেকে পড়ে জমিতে। একে অনাবৃষ্টির কারনে ফসলে লাভ হয়নি। এবার নতুন করে অসময়ে অতি বৃষ্টির কারণে ফসলে ক্ষতি।

প্রসঙ্গত, রেমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে হুগলিতে। রবিবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’।  ক্রমশ নিজের শক্তি ঊর্ধ্বমুখী করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসের খেলা দেখাতে শুরু করে দিয়েছে এই ঝড়।

Related Articles