নানুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার গুণধর দাদু
Gunadhar Dadu arrested for raping an 11-year-old girl in Nanur

Truth Of Bengal : মাঠে শৌচকর্ম করতে যাওয়ার সময় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রামের এক দাদুর বিরুদ্ধে। বিষয়টি কাউকে জানালে নির্যাতিতাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে নানুর দাসকলগ্রামে। অভিযোগ পাওয়ার পরই কীর্ণাহার থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুধবার দুপুরে দেড়টা নাগাদ ১১ বছরের নাবালিকা বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মাঠে শৌচালয়ের উদ্দেশ্যে যায়। অভিযোগ, সেই সময়েই খেলনা ও চকলেট দেওয়ার নাম করে নাবালিকাকে রাস্তার পাশে টেনে পরিত্যক্ত মাঠে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ৫৯ বছরের সমীর মাঝি নামে এক ব্যক্তি । নাবালিকা চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা নাবালিকাকে উদ্ধার করে কীর্ণাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে। বর্তমানে চিকিৎসা চলছে ওই নাবালিকার। গ্রামবাসীদের দাবি, নাবালিকার বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক না থাকায় দাসকলগ্রাম মামার বাড়িতেই মা মেয়ে থাকে। আর অপরদিকে অভিযুক্ত ব্যক্তি ঘরজামাই হিসেবে দীর্ঘ কয়েক বছর ধরেই থাকেন গ্রামে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই রীতিমত চাঞ্চল্য ছড়ায় গ্রামে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলেই জানা যায়।