পিংলায় মৃত বিজেপি কর্মী শান্তনু ঘোড়াই এর বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস
Governor CV Anand Bose at the residence of deceased BJP activist Shantanu Ghorai in Pingla

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- গত ২৩ শে মার্চ পশ্চিম মেদিনীপুর পিংলা বিধানসভার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত বারবাসী এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তাকে খুন করে গ্রামের পাশে ধান জমিতে ফেলে দেওয়া হয়। অভিযোগের তিল উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির ঘাটালের প্রার্থী হিরন এই ঘটনা সিডিআই তদন্তের দাবি তুলেছিলেন।
আজ সেই নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যপাল পিংলায় আসেন। রাজ্যপাল সি.ভি.আনন্দ বোস বলেন, আমি এখানে নিজের থেকে এসেছি। এখানে একটি মার্ডার ঘটনা ঘটেছে। তদন্তকারী সংস্থাকে তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। এই যে বাচ্চা ছেলেটিকে দেখছেন সে তার বাবাকে হারিয়েছে, তার মা তার ছেলেকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। কোন ধরনের ভায়োলেন্স ঘটনা বরদাস্ত করা হবে না। ঘটনায় যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি একজন রাজ্যপাল হিসেবে আমার কর্তব্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাই এসেছি। সাধারণ জনগণ যাতে সঠিক বিচার পান সেটা ঠিক করতে হবে। এই ঘটনার যত দ্রুত তদন্ত করা যায়, সে বিষয়ে আমি নিজে পদক্ষেপ গ্রহণ করব। সঙ্গে গরিব এই পরিবারের পাশে থাকারও বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মৃত বিজেপি কর্মীর মা রাজ্যপালের কাছে আবেদন করেছেন, এখানে সঠিক ময়না তদন্ত না করে কাগজে সই করাতে এসেছিল আমি করিনি। সঠিক ময়নাতদন্ত হোক এবং সিবিআই তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। রাজ্যপাল আমাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দোষীদের শাস্তি যাতে হয় সে বিষয়ে তিনি সঠিক তদন্তের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।