রাজ্যের খবর

সরকারি জায়গা জবরদখল চলবে না, জনস্থার্থে নোটিশ দিতে চায় পুরসভা

Government places will not be forcibly occupied, municipality wants to give notice in public interest

The Truth of Bengal: সরকারি জায়গা জবরদখল চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই  প্রশাসন অভিযানে নেমেছে। কলকাতার মতোই জেলাতেও বেআইনি নির্মাণ রুখতে চলছে স্পেশাল ড্রাইভ। হুগলির বৈদ্যবাটিতে নয়ানজুলি বুঝিয়ে হোটেল বা দোকান তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। যার ফলে নিকাশী ব্যবস্থা বাধার মুখে। তাই পুরসভা নোটিশ দিয়ে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ জারি করতে চায়। সুষ্ঠু ব্যবস্থা বজায় রাখার প্রক্রিয়া চলছে।

সরকারি জায়গা কোনওভাবেই দখল করা চলবে না। গায়ের জোরে জনসাধারণের জায়গায় বসে পড়া যাবে না।তাতে ফুটপাথ বা চলার পথ বন্ধ হওয়ার জোগাড় হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন কলকাতার মতোই জেলাতেও প্রচার বাড়িয়েছে। সচেতন করেই সার্বিক সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখার প্রক্রিয়া চলছে। তাতেও যাঁরা বৃহত্তর স্বার্থে এই বেদখলের কাজ করে চলেছে তাঁদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। কলকাতায় ইতিমধ্যে অভিযান জারি আছে।জেলাতেও সেই অভিযান চালানোর প্রক্রিয়া চলছে। বৈদ্যবাটিতে দেখা যাচ্ছে বেশকিছু জায়গায় নয়ানজুলি বুজিয়ে নির্মাণ করা হয়েছে।হোটেল ,দোকান বা অন্যকোনও কারবারের জন্য নয়ানজুলি থমকে দেওয়ার প্রয়াস হলে প্রশাসন ছেড়ে কথা বলতে চায় না।বৈদ্যবাটি পুরসভা ইতিমধ্যে দিল্লি রোড সংলগ্ন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়ার কাজে এগিয়ে এসেছে। মাটি ফেলে ভরাট করার যেকোনও প্রয়াস দেখলে প্রশাসন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার পথে হাঁটতে চায় পুরসভার কর্তারা।নিকাশী ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য প্রশাসনিক নজরদারি লক্ষ্যণীয়।

অবাধে নয়জুলি বুজিয়ে তার উপর চলছে হোটেল-ধাবার ব্যবসা, ফলে ব্যাপক ভাবে নিকাশি ব্যবস্থা বাধা পাচ্ছে। সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর প্রশাসন একটার পর একটা জবর দখল  হঠানোর কাজে নেমেছে পুরসভাগুলি। যাবতীয় অভিযোগ পেয়ে বৈদ্যবাটি পুরসভা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নোডাল অফিসারসহ অন্যান্য আধিকারিকরা দিল্লি রোড সংলগ্ন পুর  এলাকাটি ঘুরে দেখেন এবং সেখানে কোন অনুমতি ছাড়া যে হোটেল তৈরি হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জারি আছে বলে পুরপ্রশাসন আশ্বস্ত করেছে। পুজোর আগে পরিচ্ছন্নতায় জোর দিয়েছে প্রশাসন। রাস্তা বা নিকাশীর সুবিধার্থে প্রশাসনের এই কার্যকরী পদক্ষেপ সবমহলের কাছে আশা তৈরি করেছে।কারণ সরকারি জায়গার সদ্বব্যবহার বা সঠিক ব্যবহার করার জন্য সবমহল সজাগ দৃষ্টি রাখছে। আশা করা যাচ্ছে,প্রশাসনের এই জনস্বার্থবাহী কাজ সবমহলের সুবিধা করে দেবে।

Related Articles