কালী মূর্তির থেকে সোনা ও রুপার গহনা চুরি, চাঞ্চল্য এলাকায়
Gold and silver ornaments stolen from Kali idol, Chanchalya area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : সিদ্ধেশ্বরী মন্দিরের কালীমূর্তির গায়ের থেকে সোনা ও রুপার গহনা চুরির ঘটনায় আবারো নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারিতে। মন্দিরের সেবাইত এর কথায়, তিনি গতকাল সন্ধ্যা আরতি দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে যান। আজ সকালে মন্দিরে ঢুকতেই তার সন্দেহ হয়। এরপর চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমার গা থেকে সোনার টিকলি এবং রুপার গহনা চুরি হয়ে গেছে। এরপর ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের কর্তৃপক্ষরা।
তাদের দাবি, গত সাত দিনে ওই এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত সেই ভাবে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। তবে সিদ্ধেশ্বরী মন্দিরের কালী প্রতিমার গায়ের থেকে সোনা ও রুপার গহনার চুরির ঘটনায় তারা রীতিমতো এখন চিন্তিত। তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের করা ব্যবস্থা নেওয়া উচিত। নাহলে আগামী দিনে আরো হয়তো বড়সড় চুরির ঘটনা ঘটতে পারে। তবে ইতিমধ্যে ঘটনার তদন্তে মন্দিরে যান নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা। এরপর চুরির গোটা ঘটনা খতিয়ে জানার চেষ্টা করেন। যদিও নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকদের কথায়, যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনো রেহাই পাবে না। অবিলম্বে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।