রাজ্যের খবর

গঙ্গাসাগর হয়ে উঠেছে মিনি ভারতবর্ষ, পুণ্যার্থীদের যাত্রা নির্বিঘ্ন করার উদ্যোগ, ২৫০০ বাস দিচ্ছে পরিবহণ দফতর

Gangasagar Transport 

The Truth of Bengal: শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী। হাজার হাজার পুণ্যার্থী এখন মেলার পথে। মকর সংক্রান্তির দিন সেই ভিড় আরও কয়েকগুণ বাড়বে। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের সুবিধার্থে বেশকিছু ব্যবস্থা নিল রাজ্যের পরিবহণ দফতর। বাংলার ছাড়াও অন্য রাজ্য থেকে আসা পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় যেতে হাওড়া, শিয়ালদা বা বাবুঘাটের ট্রানজিট পয়েন্টে পৌঁছলে আর সমস্যা নেই। সেখান থেকে তাঁদের সরাসরি পৌঁছে দেওয়া হবে মেলায়। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার বাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া স্টেশন, বাবুঘাট ও ধর্মতলায় বিশেষ কাউন্টারের ব্যবস্থা রাখা হচ্ছে। এই সমস্ত কাউন্টার থেকে সরাসরি গঙ্গাসাগরে যাওয়ার টিকিট মিলবে।

গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য পরিবহণ দফতর কী কী ব্যবস্থা নিচ্ছে? এক নজরে দেখে নেবো–

পুণ্যার্থীদের জন্য থাকছে আড়াই হাজার বাস

১১ তারিখ থেকে পরিবহণের সার্ভিস চালু

১৭ তারিখ পর্যন্ত এই সার্ভিস চালু রাখা হবে

নামখানা থেকে ৩২টি সরকারি ভেসেল দেওয়া হচ্ছে

বেসরকারি ৭০টি ভেসেল থাকছে পুণ্যার্থীদের জন্য

কলকাতা বা হাওড়া থেকে একটি টিকিটে সব পরিষেবা

গুরুতর অসুস্থ হয়ে পড়লে কলকাতায় আনতে এয়ার অ্যাম্বুল্যান্স

কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। পুণ্যস্নানের জন্য প্রতিবছর লাখ লাখ মানুষ গঙ্গাসাগর আসেন। মকর সংক্রান্তির সময় সেই গঙ্গাসাগর চত্বর হয়ে ওঠে কার্যত মিনি ভারতবর্ষ। ভিড় ও কৌলিন্যের নিরিখে গঙ্গাসাগর মেলার অবস্থান কুম্ভ মেলার ঠিক পরেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর মেলা। বুধবার থেকে পুরোদমে শুরু হয়ে গেল। এখন হাজার হাজার পুণ্যার্থী আসতে শুরু করেছেন মেলায়। ভিড় বাড়ছে। আগামী ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন লাখ লাখ মানুষ আসতে পারেন গঙ্গাসাগর। এমনই আশা করছে প্রশাসন। সমস্ত ব্যবস্থাপনা সেরে রেখে বিপুল পুণ্যার্থীর ঢেউ সামাল দিতে প্রস্তুত প্রশাসন।

Related Articles