রাজ্যের খবর

চারটি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার ১৭ রাউন্ড কার্তুজ,  গ্রেফতার অভিযুক্ত

Four firearms, 17 rounds of cartridges recovered, accused arrested

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড কার্তুজসহ পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত । এদিন  ধৃতকে তোলা হয় আদালতে নদীয়ার হাঁসখালি থানায়।  পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উদ্ধার করে এই বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।  পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার হাঁসখালি থানার বগুলা বাজার মধ্যপাড়ায় পারিবারিক জমি বিভাগকে কেন্দ্র করে একটি ঝামেলা সৃষ্টি হয়।

এই ঘটনায় গত কয়েক মাস আগে দু রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ ওঠে শুভ্রজিত গাঙ্গুলী নামে এক যুবকের বিরুদ্ধে। থানায়  অভিযোগ দায়ের হলে পুলিশ প্রাথমিক তদন্ত নেমে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসা করে।  এরপর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ।

তার কাছ থেকে উদ্ধার করে দেশি-বিদেশি মিলে চারটি আগ্নেয়অস্ত্র।  পাশাপাশি ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় । শুক্রবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুললে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় । পুলিশের তরফে আবেদন মঞ্জুর করে আদালত।  এ প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন,  অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।  তার কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো ? কি তার উদ্দেশ্য ছিল?  তার তদন্ত প্রক্রিয়া চলছে।  আগামীতে তদন্তের গতিবিধি আরো বাড়ানো হবে।

Related Articles